নাড়ির টানে ঢাকায় তমালিকা কর্মকার

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১২:২৯

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর দেশে ফিরলেন নাট্যাঙ্গনের নন্দিত মুখ তমালিকা কর্মকার। দুর্গাপূজার শেষ দিনে, সুদূর আমেরিকার নিউজার্সি থেকে ঢাকায় এসেছেন তিনি। বাবা-মাকে না জানিয়ে হঠাৎ দেশে ফিরে তাঁদের সারপ্রাইজ দিয়েছেন এই গুণী অভিনেত্রী।

‎তমালিকা জানান, তার বাবা বর্তমানে কিছুটা অসুস্থ। পূজার আগে বাবার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তখন তার বাবা দুঃখ করে বলেন, “তুমি যদি দেশে থাকতে, আমাকে মণ্ডপে মণ্ডপে ঘুরাতে।” বাবার কথায় মন ভেঙে যায় তমালিকার। আর তখনই সিদ্ধান্ত নেন হুট করে দেশে ফেরার।

‎বাসায় পৌঁছানোর পর বাবা-মা তাঁকে দেখে বিস্মিত হন এবং খুশিতে কেঁদে ফেলেন। আবেগ ছুঁয়ে যায় তমালিকাকেও। তিনি বলেন,
‎“এই আবেগ ও ভালোবাসা ব্যাখ্যা করার মতো নয়। মানুষ বাঁচে না চিরকাল। তাই যতটুকু সময় বাবা-মাকে দেওয়া যায়, ততটুকুই আজীবনের জন্য সন্তানের আশীর্বাদ হয়ে থাকে। আমি সেই আশীর্বাদ নিতে এসেছি।” ঢাকায় ফিরে আসার অনুভূতি জানাতে গিয়ে তমালিকা আরও বলেন,
‎“প্রিয় ঢাকায় ফিরে এলে আবেগাপ্লুত হয়ে যাই। শহর বদলেছে, কিন্তু প্রিয় মানুষদের ভালোবাসা এখনো আগের মতোই রয়ে গেছে। এই ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

‎প্রসঙ্গত, অর্ধ যুগ ধরে নতুন কোনো নাটকে অভিনয় না করলেও তমালিকা কর্মকার নিয়মিত নাট্যজগতের সঙ্গে যোগাযোগ ও সংযোগ বজায় রেখেছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় সজলের বিপরীতে ‘ব্ল্যাংক চেক’ নাটকে অভিনয় করেন।

‎বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করলেও, মনের টানেই ফিরে এসেছেন ঢাকায়, মা-বাবার কাছে। শিগগিরই আবার কর্মজীবনে ফিরতে আমেরিকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top