গেমে মেয়েকে অশালীন প্রস্তাব, সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৬:৩১

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এনেছেন। নিজের মেয়ে নিতারা কুমারের অনলাইন সাইবার বুলিংয়ের শিকার হওয়ার কথা প্রকাশ করে তিনি সচেতনতার বার্তা দিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে।

‎শুক্রবার (৩ অক্টোবর), ভারতের মহারাষ্ট্র সরকারের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেতা। তিনি জানান, একদিন অনলাইন গেম খেলতে গিয়ে নিতারার সঙ্গে অপর প্রান্তে থাকা এক ব্যক্তি প্রথমে বন্ধুত্ব করতে চায়। পরিচয় জানার পর যখন নিতারা জানায় সে একজন মেয়ে, তখনই ওই ব্যক্তির আচরণ বদলে যায়। কিছুক্ষণ পরই সে নিতারার কাছে নগ্ন ছবি চায়। অক্ষয়ের ভাষ্যে, “বিষয়টি বুঝতে পেরে নিতারা সঙ্গে সঙ্গে গেমটি বন্ধ করে তার মায়ের কাছে যায় এবং পুরো ঘটনা খুলে বলে।” তিনি আরও বলেন, “এভাবেই অপরাধ প্রবণতা গড়ে ওঠে, এখান থেকেই সাইবার অপরাধ শুরু হয়।”

‎এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অক্ষয় কুমার মহারাষ্ট্র সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা সম্পর্কে সচেতন করতে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘সাইবার পিরিয়ড’ চালু করা হোক, যেন তারা সময়মতো শেখে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়।” অভিনেতার এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। অনেকেই তার খোলামেলা অবস্থান ও সচেতনতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top