আরিয়ান খান প্রশ্ন রাখলেন, এবার চিনতে পেরেছেন আমি কে?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১২:৫২

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুক্তি পাওয়া তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সিরিজটির সাফল্যে দারুণ উচ্ছ্বসিত আরিয়ান। এক বিবৃতিতে তিনি নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এই সিরিজের মাধ্যমে দর্শক তাকে একজন নির্মাতা হিসেবে নতুনভাবে চিনতে শুরু করেছেন।
আরিয়ান জানান, সিরিজের একটি চরিত্র রজত বেদির মুখে উচ্চারিত সংলাপ—
"যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে"—তাকে সব সময় সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এটি তার নিজের জীবনের সঙ্গেও গভীরভাবে মিলে যায় বলেও উল্লেখ করেন তিনি।
আরিয়ান আরও বলেন,
"সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, তা অসাধারণ। যে গল্পটা একসময় শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের গল্পে পরিণত হয়েছে।"
এ প্রসঙ্গে তিনি সিরিজের আরেকটি চরিত্র ‘জরজ’-এর একটি সংলাপ উদ্ধৃত করে বলেন—
"এবার চিনতে পারছ আমি কে?"
এই উক্তির মাধ্যমে আরিয়ান বুঝিয়ে দিতে চেয়েছেন, তার নির্মিত কাজ এখন বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছে এবং দর্শক তাকে কেবল একজন তারকা-সন্তান নয়, একজন সৃষ্টিশীল পরিচালক হিসেবেও গ্রহণ করছেন।
তবে এই আলোচনার পাশাপাশি বিতর্কও তাকে পিছু ছাড়েনি। কিছুদিন আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, সিরিজটির একটি চরিত্রের মাধ্যমে তাকে হেয় করা হয়েছে। তবে দিল্লি হাইকোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়, যা আরিয়ানের জন্য একটি স্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। নির্মাতা হিসেবে আরিয়ানের এই আত্মপ্রকাশ বলিউডের জন্য নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে বলে মনে করছেন অনেকে।ন
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।