রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

'ওয়ার টু'র ব্যর্থতা নিয়ে মুখ খুললেন হৃতিক

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১২:৫৫

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ওয়ার টু’ প্রত্যাশিত সাফল্য পায়নি বক্স অফিসে। ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে মাত্র ৩৬৪ কোটি রুপি। ছবির ব্যর্থতা নিয়ে প্রথম থেকেই চলছিল নানা আলোচনা ও জল্পনা।
‎অবশেষে এই বিষয়ে মুখ খুললেন হৃতিক রোশন নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সিনেমাটি নিয়ে নিজের মনের কথা শেয়ার করেন। হৃতিক লিখেছেন, ‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির’-এ অভিনয় করা তার জন্য সহজ মনে হয়েছিল। কারণ চরিত্রটি তার কাছে পরিচিত ছিল, তাই তিনি ভেবেছিলেন কাজটাও সহজ হবে। কিন্তু কাজের সময় তিনি এক ধরনের অস্বস্তি ও শৈল্পিক শূন্যতা অনুভব করছিলেন, যা উপেক্ষা করেছিলেন। তিনি স্বীকার করেন, চরিত্রটিতে শৈল্পিক চ্যালেঞ্জের অভাব ছিল, যা তার অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকত। এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ছিল এক ধরনের অস্থিরতা, যেটা অভিনয়ে প্রভাব ফেলেছে বলেই মনে করেন তিনি।

‎হৃতিকের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে সমর্থন জানিয়ে সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

ছবিটি ছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল। প্রথম কিস্তিতে হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ এবং সেটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। তবে দ্বিতীয় কিস্তি তেমন সাড়া ফেলতে পারেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top