রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

গুলতেকিনের পোস্ট ঘিরে বিতর্কের পরে, মুখ খুললেন নুহাশ হুমায়ূন।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৫:০৮

সংগৃহীত

সম্প্রতি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী, কবি গুলতেকিন খান ফেসবুকে একটি পোস্টে তাদের অতীত দাম্পত্য জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেন। ওই পোস্টে তিনি ব্যক্তিগত স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরেন সম্পর্কের জটিলতা ও যন্ত্রণার কথা। খুব অল্প সময়েই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

‎এ পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ গুলতেকিন খানের পাশে দাঁড়িয়ে তার সাহসের প্রশংসা করে, অন্য পক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতিকে আঘাত করার অভিযোগ তোলে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এবার মুখ খুলেছেন হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের ছেলে, তরুণ নির্মাতা নূহাশ হুমায়ূন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে নূহাশ লিখেন:

‎“কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসা যায়। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ—আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো।

‎কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। আবার এটাও নয় যে, যে মারা গেছে তাকে অসম্মান করা হবে।”

‎নূহাশের এই ভারসাম্যপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মনে করছেন, বাবা ও মায়ের প্রতি সমান সম্মান রেখে, একজন পরিপক্ব সন্তানের মতো পরিস্থিতিকে বুঝে দায়িত্বশীল প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

‎এদিকে ব্যক্তিজীবনের এমন আলোচনার মধ্যেও পেশাগতভাবে নিজের পথ এগিয়ে নিচ্ছেন নূহাশ হুমায়ূন। সম্প্রতি তিনি তার ভৌতিক ঘরানার চলচ্চিত্র ‘২ষ’ (দুইষ) নিয়ে অংশ নিয়েছেন কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ দিয়ে ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছেন এই তরুণ নির্মাতা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top