রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

বাগদানের খবরের মাঝে নতুন খবর দিলেন রাশমিকা মান্দানা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৫:০৯

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে তাদের বহু বছরের সম্পর্ককে প্রণয়ে রূপ দিলেন। আট বছর ধরে সম্পর্কে থাকা এই তারকা জুটি সম্প্রতি গোপনে বাগদান সেরেছেন বলে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ছড়িয়েছে।

‎সূত্রের খবর, গত ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে এক ঘরোয়া পরিবেশে আংটি বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধু-বান্ধবরাই উপস্থিত ছিলেন।

‎প্রথমে অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও, শনিবার বিজয়ের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করে জানায়—এটি গুজব নয়, সত্যিই বাগদান সারলেন তারা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই তারকা জুটির বিয়ের পরিকল্পনা রয়েছে।

‎এদিকে ভক্তরা যখন বিজয়-রাশমিকার তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা বাগদানের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তখনই সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন রাশমিকা মান্দানা। তবে ব্যক্তিগত জীবনের কোনো তথ্য প্রকাশ না করে, তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার প্রকাশ করলেন।

‎ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে রাশমিকা লেখেন, “আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top