মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট বাঁধনের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১০:০৮

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন ও সংগ্রামের জন্য সবসময় আলোচনায় থাকেন। আজ ৬ অক্টোবর, তাঁর একমাত্র কন্যা মিশেল আমানি সায়রার জন্মদিন। এই বিশেষ দিনে মেয়েকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেছেন বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে।
পোস্টে বাঁধন লেখেন-
“মা হিসেবে আজ আমার ১৪ তম জন্মদিন। এটা কি একটি ভ্রমণ ছিল! মা হওয়া সম্পূর্ণরূপে আমার নিজের সিদ্ধান্ত ছিল — এবং এটি আমার নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত।”
২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাঁধন। তবে সেই সংসার বেশিদিন টিকেনি। ২০১৪ সালের ১০ আগস্ট তাঁদের বিচ্ছেদ হয়। সেই সম্পর্কেই জন্ম নেয় একমাত্র কন্যা সায়রা।
বিচ্ছেদের পর মেয়ের অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়। অবশেষে ২০১৮ সালে আদালতের রায়ে বাঁধন পান মেয়ের পূর্ণ অভিভাবকত্ব— যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল। তারপর থেকেই একক মাতৃত্বে মেয়েকে মানুষ করে তুলছেন এই অভিনেত্রী।
আজ মেয়ের জন্মদিনে অতীতের সেই পথচলার কথা স্মরণ করে বাঁধন লিখেছেন—
“পথটা সহজ ছিল না। আমি অগণিত চ্যালেঞ্জ আর বাধার মুখোমুখি হয়েছি। কিন্তু মাতৃত্ব আমাকে আজ যে নারী বানিয়েছে— একজন আত্মবিশ্বাসী মানুষ, যিনি নিজের হাতে এক সুন্দর মেয়েকে বড় করেছেন।”
তিনি আরও যোগ করেন,
“ছোট্ট মেয়েটি এখন আমার মা ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আমি বিশ্বাস করি, প্রতিটি মহিলার নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত— সে মা হতে চায় কিনা, সেটা কখনোই সমাজ বা পরিবারের সিদ্ধান্ত হতে পারে না।”
সবশেষে কৃতজ্ঞতার বার্তা রেখে বাঁধন লেখেন—
“সমস্ত বিশৃঙ্খলা, সংগ্রাম এবং নির্ঘুম রাতের মধ্যেও আমি আমার মাতৃত্বের যাত্রা গভীরভাবে উপভোগ করেছি। আজ আমার হৃদয় পরিপূর্ণ কৃতজ্ঞতায়— আমি কৃতজ্ঞ যে আমি তাকে আমার জীবনে পেয়েছি।”
বাঁধনের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। নেটিজেনরা তাঁর সাহস, একক মাতৃত্ব ও মেয়ের প্রতি ভালোবাসার প্রকাশে মুগ্ধ হয়ে প্রশংসা করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।