খালাতো ভাই ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও শিরোনামে উঠে এসেছেন মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারের মাধ্যমে। সেখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রেম, বিয়ে এবং অতীত সম্পর্ক—সব কিছু নিয়েই অকপটে কথা বলেন তিনি।

‎সাক্ষাৎকারে পরীমণিকে জিজ্ঞেস করা হয়, তিনি কি সিঙ্গেল? জবাবে তিনি বলেন, ‘না।’ এরপর যখন তাকে প্রশ্ন করা হয়, তাহলে কারও সঙ্গে কি সম্পর্ক আছে? তখন পরীমণি বলেন,
‎‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’
‎এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

‎এসময় সাবেক স্বামী অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করা কি ভুল সিদ্ধান্ত ছিলো। এমন প্রশ্নে পরীমণি জানান,
‎‘না, বিয়েটা ভুল ছিল না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

‎সাক্ষাৎকারে উঠে আসে আরও একটি পুরনো গুঞ্জনের বিষয়—তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করার প্রসঙ্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইলের সঙ্গে তার কিছু ছবি ছড়ানোর পর এ নিয়ে নানা আলোচনা হয়, বিশেষ করে গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর।

‎জিজ্ঞেস করা হলে, ইসমাইল কি তোমার স্বামী ছিলেন?
‎পরীমণির অকপট স্বীকারোক্তি, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

‎সবশেষে সঞ্চালক জানতে চান, ‘তুমি কতবার বিয়ে করতে চাও?’
‎মুচকি হেসে পরীমণি বলেন,
‎‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমার, এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top