জয়ার উপস্থিতিতে পশ্চিমবঙ্গে বিক্ষোভ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:০৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ঘিরে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এবার দুর্গাপূজার কার্নিভালে তার উপস্থিতি নিয়ে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত পূজার কার্নিভাল শেষে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

‎গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরে আয়োজন করা হয় দুর্গাপূজার চতুর্থ বার্ষিক কার্নিভাল। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মঞ্চে। অনুষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেন তিনি। তবে অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

‎বিজেপির অভিযোগ, একজন বাংলাদেশি নাগরিককে পূজার মঞ্চে এনে 'মা দুর্গার অপমান' করা হয়েছে। তাদের ভাষ্য, ভারতের অভ্যন্তরীণ সংকট ও প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন এমন জাঁকজমক আয়োজন এবং বিদেশি শিল্পীর অংশগ্রহণ অনুচিত।পূর্বেও প্রশ্ন উঠেছিল জয়া আহসানকে ঘিরে।
‎এটি প্রথম নয়— এর আগেও জয়া আহসানকে নিয়ে বিতর্কে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা।

‎গত ৫ আগস্টের পর থেকে ওপার বাংলায় জয়ার কাজ ও উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
‎১৫ জুলাই, কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর ও তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস ফেসবুক পোস্টে জয়ার সিনেমায় কাজ করা নিয়ে আপত্তি জানান।

‎এর কিছুদিন পর, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বাংলাদেশি শিল্পীদের ভারতীয় সিনেমায় সুযোগ পাওয়া নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেন। তিনি সরাসরি জয়াকে টার্গেট করে বিতর্ক ছড়ান।

‎তবে,জয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
‎এই বিতর্কের প্রেক্ষিতে এখনো পর্যন্ত অভিনেত্রী জয়া আহসান কিংবা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top