মোদি র‍্যাম্প মডেল হিসেবে 'শো-স্টপার' হবেন, বললেন কঙ্গনা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:০৫

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও বর্তমান সংসদ সদস্য কঙ্গনা রানাউত আবারও শিরোনামে। এবার তিনি চমকে দিলেন ফ্যাশন দুনিয়া ও রাজনৈতিক মহলকে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র‍্যাম্পে হাঁটলে তিনি হয়ে উঠতে পারেন ‘শো-স্টপার’।"

‎দিল্লির ওই ফ্যাশন শোতে ডিজাইনার রাহুলের বিয়ের গহনার ওপর ভিত্তি করে আয়োজন করা হয়েছিল জমকালো প্রদর্শনী। এই শোয়ের মূল আকর্ষণ ছিলেন কঙ্গনা নিজেই। তিনি পরেছিলেন আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি এবং ভারী সোনার গহনায় ছিলেন সজ্জিত। কঙ্গনার এই লুক দেখে অনেকেই স্মরণ করলেন তার জনপ্রিয় ছবি ‘ফ্যাশন’-এর কথা, যেখানে তিনি এক র‍্যাম্প মডেলের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন।

‎শো চলাকালীন এক সাংবাদিক কঙ্গনাকে প্রশ্ন করেন, “রাজনৈতিক অঙ্গন থেকে কার র‍্যাম্পে হাঁটা সবচেয়ে আকর্ষণীয় হবে বলে আপনি মনে করেন?” এক মুহূর্তও না ভেবে কঙ্গনার জবাব, “অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ হাঁটবেন র‍্যাম্পে। ওঁর স্টাইল, ব্যক্তিত্ব, আর আত্মবিশ্বাস — সব মিলিয়ে ফ্যাশন জগতেও তিনি একেবারে আলাদা ছাপ ফেলতে পারেন।”

‎তিনি আরও বলেন, “শুধু পোশাক নয়, তার আদব-কায়দা, চলাফেরা, দৃষ্টিভঙ্গি— সব কিছুই চমৎকার। তিনি সমাজ ও রাজনীতি— দুই ক্ষেত্রেই সমানভাবে ওয়াকিবহাল। আমি নিশ্চিত, ফ্যাশন শোতেও তিনি নজর কাড়বেন।”

‎সামাজিক মাধ্যমে কঙ্গনার এই মন্তব্য রীতিমতো চমক তৈরি করেছে। কেউ কেউ প্রশংসা করেছেন তার আত্মবিশ্বাসী মন্তব্যের, আবার কেউ হতবাক হয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর এমন এক রূপকল্পে।

‎উল্লেখ্য, কঙ্গনা রানাউতের শেষ সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি পেয়েছে চলতি বছরই। পাশাপাশি, রাজনীতির ময়দানেও তিনি এখন সক্রিয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদে পা রাখেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top