শেখ সাদির সাথে প্রেম নিয়ে মুখ খুললেন পরীমনি।
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:২৮

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমণি আবারও সংবাদের শিরোনামে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এখন পুরো মনোযোগ দিয়েছেন তার দুই সন্তানকে ঘিরে। ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তোলাই এখন তার জীবনের মূল ফোকাস।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে হাজির হয়ে জীবনের নানা গল্প খুলে বলেন তিনি। ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জনের মাঝেও পরীমণি জানান, এসব তিনি খুব একটা গুরুত্ব দেন না।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, “শেখ সাদি কি তোমার প্রেমিক?”
প্রশ্ন শুনে হেসে ফেলেন পরীমণি। সঙ্গে সঙ্গে উত্তর দেন, “না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই খুব কাছের একজন।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।