প্রাইভেট প্লেন কিনতে চায় ময়ূরী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

চিত্রনায়িকা ময়ূরী জানিয়েছেন, তার ব্যক্তিগত একটি বিমান কেনার ইচ্ছা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট এয়ারক্রাফট হ্যাঙ্গারে ঘুরতে গিয়ে এমন স্বপ্নের কথা জানান ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত অভিনেত্রী।
একটি ভিডিওতে ময়ূরী বলেন, “আমরা একটি বিমানঘাঁটিতে ঘুরতে এসেছি, এখানে প্রাইভেট প্লেন ওঠানামা করে। ইশ, আমার যে কবে একটা প্রাইভেট প্লেন হবে।” ভিডিওর ক্যাপশনেও তিনি লিখেছেন, “কবে একটা প্রাইভেট প্লেন হবে।”
তবে এই মন্তব্য যে নিছক মজার ছলে করা, সেটিও স্পষ্ট করেন তিনি। ময়ূরী বলেন, “এটা জাস্ট ফান।”
প্রসঙ্গত, নব্বই দশকের শেষ প্রান্তে ঢাকাই চলচ্চিত্রে যখন মন্দাভাব বিরাজ করছিল, ঠিক তখনই ঝড়ের মতো আবির্ভাব ঘটে চিত্রনায়িকা ময়ূরীর। সাহসী ও ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকমনে তৈরি করেছিলেন আলাদা জায়গা। এখন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তার দুই সন্তান সেখানেই পড়াশোনা করছে।
বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন ময়ূরী। সেখানে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।