সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

আরবাজ খান দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

‎দ্বিতীয়বারের মতো বাবা হলেন বলিউড অভিনেতা আরবাজ খান। রবিবার (৫ অক্টোবর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী সুরা খান। মুম্বাইয়ের খার এলাকার পিডি হিন্দুজা হাসপাতালে জন্ম নেয় এই খুদে অতিথি।

‎এর আগে শনিবার (৪ অক্টোবর) রাতেই হাসপাতালে ভর্তি করা হয় সুরাকে। সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আর অভিনন্দনে ভেসে যান আরবাজ ও সুরা।

‎চলতি বছরের আগস্টেই তাদের ঘরে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেন এই দম্পতি। এরপর থেকেই বলিপাড়ায় কৌতূহল ছিল—কবে আসবে নতুন অতিথি? অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

‎এর কিছুদিন আগে সুরার জন্য আয়োজন করা হয়েছিল জমজমাট সাধের অনুষ্ঠান। সেই আয়োজনে উপস্থিত ছিলেন সালমান খান, সোহেল খান, অর্পিতা খান, আরহান খান, সহ আরও অনেক বলিউড ও টেলিভিশন তারকা। হলুদ রঙের রঙমিলান্তি পোশাকে নজর কাড়েন আরবাজ-সুরা দম্পতি।

‎উল্লেখ্য, এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। তার প্রথম সন্তান আরহান খান, মালাইকা অরোরার সঙ্গে তার আগের বৈবাহিক জীবনের ছেলে। নতুন জীবনে সুরাকে নিয়ে বেশ খুশিতেই সময় কাটাচ্ছেন আরবাজ।

‎এদিকে বলিউড অঙ্গনে এখন শুভকামনার ঢল, অনেকেই নতুন অতিথির আগমনে অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top