ঢাকায় জমকালো রক কনসার্ট:

আলী আজমত ও নগরবাউল জেমস এক মঞ্চে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:২৫

ছবি: সংগৃহীত

রকসংগীতপ্রেমীদের জন্য আশার খবর। ঢাকার কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আলী আজমত অ্যান্ড নগরবাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামের বিশেষ কনসার্ট।

কনসার্টে একই মঞ্চে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত রক ব্যান্ড জুনুনের সাবেক ভোকালিস্ট আলী আজমত এবং বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস। আয়োজকরা জানিয়েছেন, এটি রকসংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় আয়োজন হবে।

কনসার্টটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল ৫টায় এবং প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে তিনটি ক্যাটাগরিতে: ভিআইপি ৬,৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩,৪৯৯ টাকা এবং স্টুডেন্ট ক্যাটাগরি ১,৪৯৯ টাকা।

আন্তর্জাতিক ও স্থানীয় দুই রকস্টারের যুগল উপস্থিতি কনসার্টটিকে বিশেষভাবে স্মরণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top