সন্তানের বাবা হওয়া নিয়ে কথা বললেন দেব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:২৬

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রকে ঘিরে চর্চার যেন শেষ নেই। গত এক দশক ধরে তাঁদের সম্পর্ক নিয়ে দুষ্টু-মিষ্টি নানা মুহূর্তে ভরে উঠেছে শিরোনাম। যদিও প্রকাশ্যে সম্পর্কে সিলমোহর না দিলেও, অনুরাগীদের মধ্যে তাঁদের রসায়ন নিয়ে আগ্রহের অন্ত নেই।

‎এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ দেব। সামনে রয়েছে তাঁর নতুন ছবি ‘প্রজাপতি ২’-এর মুক্তি। ছবির পোস্টার ও টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। ছবিতে দেবকে দেখা যাবে এক সিঙ্গেল ফাদারের ভূমিকায়। এমন চরিত্রে অভিনয়ের পর স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন— বাস্তবে কি বাবা হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর?

‎সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে এই প্রশ্নে খানিকটা চমকে যান দেব। হেসে জবাব দেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’ এরপরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিনেতা বলেন, ‘অবশ্যই নিজের একটা পরিবার হোক, এই ইচ্ছে আমার আছে। তবে আমি মনে করি, এই সব কিছুই ভাগ্যের ব্যাপার। যখন আমার কপালে লেখা থাকবে, তখনই হবে।’

‎প্রসঙ্গত, ‘প্রজাপতি ২’ ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। ছবিতে ফের একবার দেব-মিঠুন জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top