"আমরা গর্ভবতী"-ভারতী সিং
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:২৮

জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়া সুখবর শোনালেন তাঁদের ভক্ত-অনুরাগীদের। দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে চলেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে ছবি শেয়ার করে নিজেরাই এই খুশির খবর দেন তাঁরা।
ছবিতে দেখা যায়, পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে রয়েছেন ভারতী ও হর্ষ। ভারতীর বেবি বাম্পে দু’জনেরই হাত রাখা। তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন ঘিরেই শুরু হয় নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা ও মজার ছলেই কটাক্ষ। কারণ, ক্যাপশনে লেখা ছিল: "We are pregnant" অর্থাৎ "আমরা গর্ভবতী"।
এই ক্যাপশনটিকেই ঘিরে একাংশ নেটিজেন ঠাট্টা করতে শুরু করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন— স্বামী হর্ষ কীভাবে গর্ভবতী হলেন! একজন মন্তব্য করেন, “ওমাই গড! এই প্রথম দেখলাম স্বামী-স্ত্রী দু’জনেই গর্ভবতী।” আরেকজন লেখেন, “তার স্বামীও অন্তঃসত্ত্বা! হা হা হা!”
তবে অনেকেই এই সুখবরের জন্য ভারতী ও হর্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আবার মজার ছলে ক্যাপশনকে ‘ভুল ইংরেজি’ বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, বহু বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৭ সালের ৩ ডিসেম্বর বিয়ে করেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। তাঁদের প্রথম সন্তান জন্ম নেয় ২০২২ সালে। এবার তাঁদের পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।