দুর্ঘটনার কবলে বিজয়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৯

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় তিনি ও গাড়িতে থাকা অন্য কেউ আহত হননি।
দুর্ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর, সোমবার সকালে, তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে) সড়কে। বিজয় তখন অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে
হায়দরাবাদ যাচ্ছিলেন পরিবারের সঙ্গে। পথে হঠাৎ একটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর বিজয়ের চালক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিজয় নিজেই সোশ্যাল মিডিয়ায় (এক্স হ্যান্ডেলে) লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।" তিনি মজা করে আরও লিখেন,
"মাথাব্যথা করছে, তবে বিরিয়ানি খেয়ে ঘুমালে এমন কিছু নেই, যা ঠিক হবে না।"
ভক্তদের উদ্দেশে অভিনেতা জানান, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এবং সবার প্রতি ভালোবাসাও প্রকাশ করেন।
দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবার নিরাপদেই হায়দরাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।