প্রতারণার শিকার নুসরাত ফারিয়া

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৯

ছবি: সংগৃহীত

‎ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গুরুতর প্রতারণার শিকার হয়েছেন। অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে জনসাধারণের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎সোমবার (৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি সকলের নজরে আনেন নুসরাত ফারিয়া। পোস্টে ওই ভুয়া আইডির স্ক্রিনশট প্রকাশ করে তিনি স্পষ্টভাবে জানান, “কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।”

‎অভিনেত্রী আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ডে প্রতিক্রিয়া না জানানোই উত্তম এবং কেউ যেন ভুলবশত টাকা না পাঠান। তিনি তার ভক্ত ও সাধারণ মানুষকে অনুরোধ করেছেন,

‎“ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।”

‎এমন ঘটনার পর ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। অনেকেই মন্তব্য করছেন, সামাজিক মাধ্যমে তারকাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তাই বিষয়টিকে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মত দিয়েছেন অনেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top