জুটি বাঁধলেন আহান-শর্বরী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৭

বলিউডে নতুন করে আলোচনায় এসেছেন নবাগত অভিনেতা আহান পান্ডে। তার অভিষেক ছবি ‘সাইয়ারা’ মুক্তির পরই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি। অভিষেকেই বাজিমাত করে এক লাফে স্টারডমে পৌঁছে গেছেন এই তরুণ অভিনেতা। এখন বলিউড অঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন—আহানকে দেখা যেতে পারে বিখ্যাত পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী সিনেমায়, যেখানে তার বিপরীতে থাকবেন শর্বরী ওয়াঘ।
ভারতীয় বিনোদনমাধ্যম পিঙ্ক ভিলা সূত্রে জানা গেছে, আলী আব্বাস জাফরের পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আহান পান্ডে ও শর্বরী। যদিও নির্মাতা বা অভিনেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উত্তেজনা।
সূত্র আরও জানায়, “এক দশক পর আহানের মতো স্টার পেয়েছে বলিউড। এই কারণেই নির্মাতা আলী আব্বাস জাফরের কাছে এটি একটি রোমাঞ্চকর প্রজেক্ট। তিনি এমন একটি রোমান্স-অ্যাকশন-এন্টারটেইনার বানাতে চাইছেন, যা নতুন প্রজন্মের দর্শকদের জন্য হবে বিশেষ উপহার।”
আহানের অভিষেক ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে চমক দেখিয়ে তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছে। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে। অন্যদিকে, শর্বরী ছিলেন এ বছরের অন্যতম ব্লকবাস্টার ‘মুঞ্জা’ সিনেমার অংশ, যা শতকোটি টাকার বেশি আয় করেছে।
জানা গেছে, আলী আব্বাস জাফরের এই নতুন সিনেমার শুটিং শুরু হবে ২০২৬ সালের মার্চ মাসে। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।