ক্যারিয়ারের শুরুর স্মৃতি চারণ করে নস্টালজিক ইমরান
ওয়ালিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল স্মৃতিমেদুর হয়ে ফিরে গেলেন নিজের সংগীত জীবনের শুরুর দিনগুলোতে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি তার প্রথম দিকের একটি স্টুডিওর কথা শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে, যেখানে সৃষ্টি হয়েছিল বহু জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া গান।
ইমরান লেখেন, “লাল কাপড় দিয়ে আবৃত এই স্টুডিও এর আবেগ আর স্মৃতি এখনও মনে আছে।” এটি ছিল তার প্রথম গোছানো স্টুডিও, যা ছিল সেমি সাউন্ড প্রুফ। এর আগে যে স্টুডিওতে তিনি কাজ করতেন, সেটি ছিল একেবারে সাধারণ এবং সাউন্ড প্রুফ ছিল না।
এই স্টুডিও থেকেই তৈরি হয়েছে ইমরানের সংগীত ক্যারিয়ারের অনেক স্মরণীয় গান। যার মধ্যে রয়েছে –
'মানেনা মন'
'জনম জনম' (পড়শির সঙ্গে)
'কেনো বারে বারে' (পূজার সঙ্গে)
'তুমি' অ্যালবাম
ইলিয়াসের 'না বলা কথা ২' অ্যালবাম
মিলনের একক অ্যালবাম... এবং আরও বহু প্রিয় গান, যেগুলো সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে আজও।
ইমরান জানান, এই স্টুডিওটি ছিল মৌচাক-সিদ্ধেশ্বরী সংলগ্ন এলাকায়, এবং এটি ছিল তার সংগীত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তিনি বলেন, সেই ছোট্ট, অগোছালো স্টুডিওটিই আজ এত ভালোবাসার গান উপহার দিয়েছে।
শিল্পীর এই আবেগঘন স্মৃতিচারণ ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্ট বক্সে নিজেদের প্রিয় গানের কথা উল্লেখ করে ইমরানের সঙ্গে স্মৃতিতে ভেসেছেন।
ইমরানের পোস্ট যেন প্রমাণ করে দেয়—সাফল্যের পেছনে থাকে একগাদা স্মৃতি, কঠোর পরিশ্রম আর ভালোবাসা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।