ফারুকীর পুরনো পোস্ট নিয়ে খোঁচা দিলেন শাওন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৭:১৬

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন বর্তমানে পর্দায় তুলনামূলক কম দেখা গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরের মতোই সরব তিনি। রাজনীতি, সংস্কৃতি কিংবা সমসাময়িক নানা ইস্যুতে তার স্পষ্ট মতামত প্রায়শই শোনা যায় ফেসবুকে। আর এবার তিনি খোঁচা দিলেন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে।
মঙ্গলবার (৭ অক্টোবর) শাওন নিজের ফেসবুক প্রোফাইলে ফারুকীর ১০ বছর আগের একটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করেন। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর করা সেই পোস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছিলেন ফারুকী।
ওই স্ট্যাটাসে ফারুকী লিখেছিলেন,
“এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক।”
শেষে মজার ছলে যুক্ত করেন,
“গাউসুল আলম শাওন, তুই এমনিতেই খাটো। ধন্যবাদ দেয়া কি ঠিক হবে?”
এই পুরোনো পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শাওন ক্যাপশনে লেখেন,
“এটা একটা ধন্যবাদ বার্তা।”
তার এই মন্তব্য থেকেই অনেকেই বুঝে নেন, এটি নিছক শেয়ার নয়—বরং ফারুকীকে উদ্দেশ্য করে করা একটি ব্যঙ্গাত্মক খোঁচা।
একজন অনুসারীর মন্তব্যের জবাবে শাওন আরো খোলাসা করেন নিজের বক্তব্য। তিনি লেখেন,
“না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ্যাসিস্টের দোসর ট্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন্যবাদ নেই।”
এ থেকেই স্পষ্ট, সাম্প্রতিক সময়ে ফারুকীর রাজনৈতিক অবস্থান ও মন্তব্য নিয়ে শাওনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।