সাকিব খানের সিনেমায় ভিলেন তৌকির আহমেদ

ওয়ালিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৯:০৫

সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ এবার প্রথমবারের মতো পর্দা শেয়ার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। দুজনকে একসঙ্গে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এ।

‎বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে সিনেমাটির শুটিং। গত রোববার থেকে শুরু হওয়া এই শুটিংয়ে ইতিমধ্যে প্রথম দিনের দৃশ্যধারণে অংশ নিয়েছেন তৌকীর আহমেদ। জানা গেছে, ‘সোলজার’ চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন এক গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী চরিত্রে। এই চরিত্রটি হবে তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম নেতিবাচক চরিত্র, যেরকম ভিন্নমাত্রার রূপে আগে কখনো দেখা যায়নি তাকে।

‎ছবিটিতে আরও রয়েছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।

‎চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তৌকীর আহমেদ একাধারে সফল অভিনেতা ও নির্মাতা হিসেবে সমাদৃত। বর্তমানে তাঁর রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’।

‎‘সোলজার’ নিয়ে শাকিব খান বা পরিচালক সাকিব ফাহাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া না গেলেও, ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বিশেষ করে তৌকীর আহমেদের ভিন্নধর্মী চরিত্র ও শাকিব খানের সঙ্গে তার প্রথম স্ক্রিন-শেয়ার সিনেমাটি নিয়ে জল্পনা তুঙ্গে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top