মায়ের প্রতিষ্ঠানের মডেল তারকা পুত্র পুন্য
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৩:০৫

গ্ল্যামার গার্ল হিসেবে আলোচিত পরীমণি এবার সফল নারী উদ্যোক্তা হিসেবেও নজর কাড়ছেন। আর তার এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে মাতৃত্ব ও সন্তানের প্রতি মমতা।
গত ভালোবাসা দিবসে যাত্রা শুরু করে পরীমণির অনলাইনভিত্তিক মাতৃত্ব-সংশ্লিষ্ট ব্র্যান্ড ‘বডি’। মায়েদের মাতৃত্বকালীন এবং নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়েই কাজ করছে এই ব্র্যান্ডটি। আর এবার ‘বডি’র পোশাক বিভাগের নতুন মডেল হিসেবে যুক্ত হয়েছে পরীর একমাত্র সন্তান পুণ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (৭ অক্টোবর) পরীমণি একাধিক ছবি পোস্ট করে জানান, “পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।” প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, শিশু পুণ্য ‘বডি’র পোশাকে স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভঙ্গিমায় পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা মুগ্ধ প্রশংসায় ভাসাচ্ছেন ছোট্ট এই সুপারস্টারকে।
পরীমণি জানান, মাতৃত্বকালীন অভিজ্ঞতা থেকেই ‘বডি’র জন্ম। মা হওয়ার পর একজন নারী যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান, তার বাস্তব অনুভব থেকেই তৈরি হয়েছে এই ব্র্যান্ডের পণ্যসম্ভার। তিনি বলেন,
“আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু একটি ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানের মতো।”
‘বডি’র বিশেষ পণ্যগুলোর মধ্যে রয়েছে: মায়েদের জন্য অর্গানিক স্কিনকেয়ার,প্রেগন্যান্সি সাপোর্ট গার্মেন্টস,প্রসব-পরবর্তী কেয়ার কিট,নবজাতকের জন্য নিরাপদ বেবি প্রোডাক্টস,নিউবর্ন ডায়াপার ও বডিস্যুট।
ব্র্যান্ডটির প্রতিটি আয়োজন সাজানো হয়েছে মা ও সন্তানের আত্মিক বন্ধনকে কেন্দ্র করে। পরীমণি বলেন, ‘বডি’ শুধু ব্যবসার উদ্দেশ্যে নয়, এটি একজন মায়ের দায়িত্ব ও ভালোবাসার প্রতিফলন।
উদ্যোগটির সামাজিক দায়বদ্ধতাও তুলে ধরেন পরীমণি।তিনি জানান, প্রতি তিন মাস অন্তর ‘বডি’র আয়ের একটি নির্দিষ্ট অংশ গর্ভবতী মা ও নবজাতক শিশুর কল্যাণে ব্যয় করা হবে। পাশাপাশি মা ও শিশুদের প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।
গ্ল্যামার দুনিয়া পেরিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চাওয়া পরীমণির এই পদক্ষেপ প্রশংসনীয়ই বটে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।