বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

দাড়িতে রনবীর, হিজাবে দীপিকা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

ছবি: সংগৃহীত

সময় যেন উল্টো পথে হাঁটছে বলিউডের আলোচিত দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জীবনে। একদিকে ক্যারিয়ারে পড়েছে মন্দার ছায়া, অন্যদিকে ব্যক্তিজীবনে উঁকি দিচ্ছে নতুন আলোর রেখা। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই নতুন এক রূপে সামনে এসে চমকে দিলেন এই তারকা জুটি।

‎সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দীপিকাকে দেখা গেছে হিজাব পরা অবস্থায়, আর রণবীরকে দেখা গেছে মুখভর্তি দাড়ি ও শিখদের ঐতিহ্যবাহী পোশাকে। ভিন্ন এই লুকে তাদের দেখে হতবাক অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটাই প্রশ্ন, এই রূপান্তরের আড়ালে কি লুকিয়ে আছে কোনো বিশেষ বার্তা?

‎ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি প্রমোশনাল ভিডিওতে কাজ করেছেন দীপিকা ও রণবীর। ভিডিওটিতে তারা শহরের ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখাচ্ছেন দর্শকদের। বিশেষত, মা হওয়ার পর এটিই এই দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাই ও আবুধাবির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েই পোশাক বেছে নিয়েছেন তারা। দীপিকা পরেছেন হিজাব, আর রণবীর শিখদের ঐতিহ্যবাহী পোশাক ও পাগড়িতে হাজির হয়েছেন।

‎এই নতুন রূপে দীপিকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারও মতে, ‘হিজাবে দীপিকা যেন আরও সুন্দর লাগছে।’

‎সব মিলিয়ে, দীপিকা-রণবীরের এই নতুন লুক ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভক্তদের কৌতূহলও তুঙ্গে নতুন কোনো প্রকল্প নাকি শুধু ভ্রমণ প্রচার, সময়ই হয়তো দেবে তার উত্তর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top