শাহরুখের সংস্থা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি দিল্লি হাইকোর্টের
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৪:২৮

আরিয়ান খান পরিচালিত এবং রেড চিলিজ় প্রযোজিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এনসিবি-র (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) প্রাক্তন জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সিরিজ়ে তাঁকে ব্যঙ্গ করা হয়েছে এমন অভিযোগ তুলে সমীর হাইকোর্টে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান, রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে।
এই মামলার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বুধবার রেড চিলিজ ও নেটফ্লিক্সকে সমন জারি করেছে। আগামী ৩০ অক্টোবর এই মামলার অন্তর্বর্তী শুনানি হবে বলে জানা গেছে।
সমীর ওয়াংখেড়ে-র দাবি, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজ়ে এমন একটি এনসিবি কর্মকর্তার চরিত্র দেখানো হয়েছে, যার সঙ্গে তাঁর চেহারার মিল রয়েছে। যদিও কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি, তবে চরিত্রটির মাধ্যমে তাঁকে ব্যঙ্গ করা হয়েছে বলেই মনে করছেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ওই চরিত্রটি এক সময় “সত্যমেব জয়তে” বলার পরে মধ্যমা আঙুল দেখায়। যেহেতু “সত্যমেব জয়তে” ভারতের জাতীয় প্রতীকের অংশ, তাই এই দৃশ্য ‘দ্য প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১’ লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে।
তবে এর আগে দিল্লি হাইকোর্ট সমীর ওয়াংখেড়ে-র আবেদন নিয়ে প্রশ্ন তোলে, মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই। সাংবাদিকরাও এ বিষয়ে প্রশ্ন করলে সমীর কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু জানান, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
উল্লেখ্য, ২০২১ সালে মুম্বইয়ের এক প্রমোদতরীর পার্টি থেকে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তদন্তে মুখ্য ভূমিকা ছিল এনসিবি-র তৎকালীন অফিসার সমীর ওয়াংখেড়ের। সেই সময় আরিয়ানকে বেশ কিছু দিন সংশোধনাগারে কাটাতে হয়, যদিও পরবর্তীতে প্রমাণের অভাবে তাঁকে মুক্তি দেওয়া হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।