টলিউড থেকে বাদ পরলেও ঢালিউডে রাজকীয় অভিষেক হচ্ছে তিশার।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে সিনেমায় অভিষেক নিয়ে গুঞ্জনের কেন্দ্রে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রথমে শোনা গিয়েছিল, তিনি কলকাতার পরিচালক এম এন রাজের সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন। সিনেমাটিতে তার বিপরীতে বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মন যোশি থাকার কথা ছিল। সিনেমার মহরতও হয়ে গেছে কলকাতায়, যেখানে উপস্থিত ছিলেন শর্মন যোশি ও আরেক অভিনেত্রী সুস্মিতা। তবে অনুপস্থিত ছিলেন তানজিন তিশা।

‎মহরতের পর সিনেমার শুটিং শুরু হলেও, শুরু থেকেই দেখা যায়নি তিশাকে। পুরো বিষয়টি নিয়ে তিনি ছিলেন নীরব। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এক প্রতিক্রিয়ায় তিশা বলেন,
‎“আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়– দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনও সারপ্রাইজ নিয়ে সামনে আসব।”

‎এখন সেই ‘সারপ্রাইজ’-এর পর্দা খুলতে শুরু করেছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তানজিন তিশা অবশেষে ঢালিউডের সিনেমা ‘সোলজার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। সিনেমাটির নায়ক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং পরিচালনায় রয়েছেন সাকিব ফাহাদ।

‎এখন চলছে সিনেমাটির শুটিং প্রস্তুতি। আগামী সপ্তাহেই এতে অংশ নিতে যাচ্ছেন তিশা। টলিউডের সিনেমা থেকে ছিটকে পড়ার কারণ হিসেবে জানা গেছে, ভারতীয় ভিসা জটিলতা। তবে সমালোচকদের মতে, এই ‘বাধা’ই শেষমেশ আশীর্বাদ হয়ে এসেছে তিশার জন্য। কারণ, ঢালিউডে শাকিব খানের বিপরীতে অভিষেক হওয়াটা তার ক্যারিয়ারের জন্য হতে পারে অনেক বেশি ফলপ্রসূ ও যৌক্তিক সিদ্ধান্ত।

‎ফলে বলা যায়, সিনেমায় যাত্রার দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে ঢালিউডেই প্রথম পা রাখতে যাচ্ছেন তানজিন তিশা। এখন দেখার পালা, ছোট পর্দার তারকার বড় পর্দায় আলো ছড়ানোর গল্প কতটা সফল হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top