আমাকে ফেলতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

বর্তমানে তিনি টলিউডের সুপারস্টার, পাশাপাশি রাজনীতির ময়দানে এক শক্ত প্রতিপক্ষ। তিনি দেব—যার প্রকৃত নাম দীপক অধিকারী। লাখো মানুষের প্রেরণা হলেও এই ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক নিরব সংগ্রামের কাহিনি। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে নিজের জীবনের বহু অজানা দিক তুলে ধরেছেন দেব।
সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, এখনো কি যুদ্ধ করতে হয়? তখন দেব অকপটে বলেন, “নিজের বন্ধুদের সঙ্গেই যুদ্ধ করতে হয়, বিশেষত মানসিকভাবে। তবে এতে আমার কোনো অভিযোগ নেই। এখন এটাই প্রক্রিয়া হয়ে গেছে। সিনেমা তৈরি করা তুলনামূলক সহজ; বরং সিনেমার প্রচার আর মুক্তি দেওয়া অনেক কঠিন।”
আধ্যাত্মিক বিশ্বাস ও মানসিক শক্তির উৎস নিয়েও কথা বলেন দেব। তিনি জানান, মানসিকভাবে ভেঙে পড়লে আজও মা কালীর আশ্রয় নেন। “আগে তারাপীঠে যেতাম, শুভশ্রীও যেত আমার সঙ্গে। দক্ষিণেশ্বরেও অনেকবার গেছি। কোথাও না কোথাও মাথা নিচু করে মনের কথা বলতে হয়। কারণ, আমার মনের কথা বলার মতো কেউ নেই,” বলেন দেব।
তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সাফল্য এলে কি মনের কথা বলার মানুষ কমে যায়? তখন দেব বলেন, “কমে না, কিন্তু ভয় হয়। ভাবি, আমার আবেগ কেউ হয়তো ব্যবহার করে নিজের গুরুত্ব বাড়াবে। আমার সঙ্গেও এমন হয়েছে। কে কখন ব্যবহার করবে, বোঝা খুব কঠিন।”
বর্তমান সময়ে তার সবচেয়ে বড় ভয় কী? এমন প্রশ্নের উত্তরে দেব বলেন, “একদিন না একদিন সব চলে যাবে—যশ, খ্যাতি, মানুষের ভালোবাসা। কেউ না কেউ এসে আমার জায়গাটা নেবে। ভয় নয়, চ্যালেঞ্জটা যেন একটু দেরিতে আসে। আমি নিজেকে ধরে রাখতে চাই।”
তিনি আরও যোগ করেন, “আমি এখন যে জায়গায় আছি, তার উপরে আর যাওয়ার জায়গা নেই। এখন যদি পড়ে যাই, খুব জোরে লাগবে। তাই পূজার দিন পেরোতেই ‘রঘু ডাকাত’-এর প্রচারে নেমে পড়েছি। তবে যে-ই আসুক, আমাকে সরাতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে।”
উল্লেখ্য, ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন দেব। যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। তবে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আই লাভ ইউ’ সিনেমা বদলে দেয় তার ভাগ্য, আর টলিউড পায় এক নতুন সুপারস্টার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।