শাহরুখ খান কে তীব্র আক্রমণ করলেন পরিচালক

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১৯:৫৫

সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার তীব্র আক্রমণ করলেন পরিচালক অভিনব কাশ্যপ। এর আগেও ভাইজান সালমান খান ও তার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব। এবার তাঁর নিশানায় বলিউড বাদশা শাহরুখ খান। এক সাক্ষাৎকারে তিনি শাহরুখকে সরাসরি ভারত ছেড়ে দুবাই চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

‎অভিনবের দাবি, শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ আর দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’। এর ভিত্তিতেই তিনি বলেন, "এই দেশে থেকে শাহরুখ শুধু কিছু পাওয়ার জন্য প্রার্থনা করেন, তার স্বর্গ কিন্তু দুবাইয়ে। তাহলে ভারতে থাকছেন কেন? যদি জান্নাত দুবাইয়ে হয়, তবে সেখানেই গিয়ে থাকুন।"

‎শুধু এতেই থেমে থাকেননি তিনি। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রসঙ্গ টেনে অভিনব বলেন, "শাহরুখের সিনেমায় সংলাপ থাকে, ‘ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।’ এটা কেমন ধরনের অহংকার? ওরা আমাদের ধরাছোঁয়ার বাইরে গিয়ে প্রাসাদ বানিয়েছে। আমাদের কী লাভ ওদের সম্পত্তি দিয়ে? ওরা কি আমাদের খাওয়ায়?"

‎এছাড়াও শাহরুখকে উদ্দেশ করে তিনি বলেন, “তিনি ভালো কথা বলেন ঠিকই, কিন্তু তার উদ্দেশ্য মোটেই ভালো নয়।”

‎অভিনবের এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন শাহরুখ ভক্তরা। তাদের দাবি, কাজ না পেয়ে তারকাদের নিয়ে অহেতুক আক্রমণাত্মক মন্তব্য করে সংবাদের শিরোনাম হতে চাইছেন অভিনব কাশ্যপ।

‎‎প্রসঙ্গত, এর আগেও অভিনব কাশ্যপ সালমান খান ও তাঁর পরিবারকে ‘অপরাধজগতের সঙ্গে জড়িত’ বলে বিতর্ক তৈরি করেছিলেন। এবার শাহরুখকে নিয়ে করা মন্তব্য ঘিরেও বলিউডে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top