'নয়ি নভেলি'তে মুখ্য ভূমিকায় ইয়ামি গৌতম ও কৃতি শ্যানন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২০:২৮

বলিউডে হরর-কমেডি ঘরানার জয়রথ যেন থামছেই না। ‘স্ত্রী’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভূত পুলিশ’-এর মতো সিনেমার সাফল্য দেখিয়ে দিয়েছে—দর্শক ভয় পেতে যেমন ভালোবাসেন, তেমনি হাসতেও চান। এই দুই অনুভূতির মিশেলে তৈরি হওয়া নতুন হরর-কমেডি ‘নয়ি নভেলি’ এবার যোগ দিচ্ছে সেই তালিকায়।
ছবিটির পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা আনন্দ এল রাই, যিনি এর আগে ‘তনু ওয়েডস মনু’ ও ‘রাঞ্ঝনা’-র মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে এবার তিনি একেবারে নতুন ঘরানার ছবিতে হাত দিচ্ছেন।
‘নয়ি নভেলি’তে মুখ্য ভূমিকায় থাকছেন ইয়ামি গৌতম ও কৃতি শ্যানন। সিনেমাটির কাহিনিতে দুই নারীর চরিত্রের মধ্যে দ্বন্দ্বই হবে মূল আকর্ষণ। একজন আধুনিক, কর্মঠ নারী; অন্যজন অতীত থেকে উঠে আসা এক রহস্যময় সত্তা, যার শিকড় জড়িয়ে আছে ভারতীয় পুরাণে।
আধুনিকতা বনাম পুরাণের ছায়া, বাস্তবতা বনাম অলৌকিকতা—এই দুই বিপরীত জগতের টানাপোড়েনের মধ্য দিয়েই এগোবে ছবির গল্প। থাকবে রহস্য, ভয়, হাস্যরস এবং এক চিমটি গভীর মানবিক বার্তা।
এক সাক্ষাৎকারে ইয়ামি গৌতম বলেন,
“এই ছবির গল্পটা শুধু ভয় বা মজার নয়, এর মধ্যে একটা গভীর মানবিক দিক আছে। আমাদের দুই চরিত্রই একে অপরের প্রতিচ্ছবি; শুধু সময় আর বাস্তবতার সীমা আলাদা।”
কৃতি শ্যানন এই প্রথমবার এমন চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন। প্রযোজক সূত্রে জানা গেছে, সিনেমার চিত্রনাট্যে ভারতীয় পুরাণের কিছু দিক আধুনিকভাবে উপস্থাপন করা হবে—আজকের শহুরে জীবনের সঙ্গে মিলিয়ে।
ছবিটির সংগীত পরিচালনা করছেন অমিত ত্রিবেদী। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর ভারতের এক পুরোনো প্রাসাদ, যেখানে আলোর ঝলকানি আর ছায়ার রহস্যে গড়ে উঠবে এই অদ্ভুতুড়ে গল্প।
‘নয়ি নভেলি’র দৃশ্যধারণ শুরু হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে।
হাসি, ভয় আর পুরাণের মোড়কে বাঁধা নারীকেন্দ্রিক এই গল্প কি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে? আপাতত অপেক্ষা শুধু শুরু হওয়ার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।