শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

নতুন পোশাকে মাঠে নামল পুলিশ: ধাপে ধাপে বিতরণ শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:০৬

ছবি: সংগৃহীত

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। পরে পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠতে থাকে। এসবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে।

শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, “আজ থেকে নতুন পোশাক চালু হয়েছে। ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”

  • আগের নীল-সবুজ রঙের জায়গায় আসছে নতুন নির্ধারিত রং

  • প্রথম পর্যায়ে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যদের পোশাক সরবরাহ

  • তিন বাহিনীর (পুলিশ, র‌্যাব, আনসার) জন্য পৃথক তিন ধরনের নতুন পোশাক

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পোশাকের সঙ্গে সবার মন–মানসিকতাও বদলাতে হবে।”

নতুন পোশাকের জন্য সরকারের ব্যয় ধরা হয়েছে ৬ থেকে ৭ কোটি টাকা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন—লামিয়া মোর্শেদ, লুতফে সিদ্দিকী ও হোসনা সিদ্দিকীকে রাষ্ট্রদূত করার পরিকল্পনা সম্পর্কিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, প্রতিবেদনে ব্যবহৃত ভাষা ‘চরম অপমানজনক’, যা সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড লঙ্ঘন করেছে।

লামিয়া মোরশেদও জানিয়েছেন তিনি কূটনৈতিক ক্যাডারে যাওয়ার কোনো ইচ্ছা ব্যক্ত করেননি এবং এমন গুজব কীভাবে ছড়িয়েছে তা তাঁর জানা নেই।

দেশের ১৫০টি উপজেলার ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী নিয়মিত স্কুল ফিডিং পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “শিশুরা যেন মাতৃভাষায় শিখতে পারে ও গণিতের মৌলিক নিয়ম বুঝতে পারে এটাই মূল লক্ষ্য।”

  • বিদ্যালয়ে উপস্থিতি ৮০% এর বেশি করা

  • ঝরে পড়া কমিয়ে আনা

  • পুষ্টি উন্নয়নে ফর্টিফাইড বিস্কুট, কলা, বনরুটি, ডিম ও দুধ সরবরাহ

  • ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয় এ প্রকল্পে অন্তর্ভুক্ত

কর্মসূচিটি চলবে ২০২৭ সাল পর্যন্ত।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পাঁচ দিন আগে, নির্বাচন দিবসে ও নির্বাচনের পরে তিন দিন মোট নয় দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

  • সেনাবাহিনী  ১ লাখ (৩০ হাজার ইতোমধ্যেই মাঠে)

  • বিজিবি ৩৫ হাজার

  • নৌবাহিনী  ৫ হাজার

  • কোস্টগার্ড ৪ হাজার

  • র‌্যাব  ৮ হাজার

  • আনসার — প্রায় সাড়ে ৫ লাখ (অস্ত্র ও বডিক্যামেরা দেওয়া হবে)

উপদেষ্টার দাবি—নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

তাদের দাবি

  • সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা (১:৪ অনুপাত)

  • ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ

  • ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর

  • পুরোনো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল

  • পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি

সংগঠনের নেতারা সতর্ক করেছেন—নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top