‘দঙ্গল’ অভিনেত্রী বিরল রোগে আক্রান্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
বছর কয়েক আগে মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার তিনি নতুন এক মানসিক রোগের কথা প্রকাশ্যে আনলেন, যা শুনে তার ভক্তরা অবাক।
ফাতিমা জানান, জীবনের এক পর্যায়ে তিনি বুলিমিয়া রোগে ভুক্তভোগী ছিলেন। খাওয়ার ওপর নিয়ন্ত্রণ হারানোর এই মানসিক রোগে তিনি মারাত্মকভাবে আক্রান্ত হন। বাইরের দুনিয়ার মানুষ তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী হিসেবে দেখলেও, ভেতরে ভেতরে তিনি ভয়ংকর অভ্যাস ও মানসিক চাপের সঙ্গে লড়াই করছিলেন।
‘দঙ্গল’ ছবির সময় শরীরের গঠন পরিবর্তনের জন্য তার উচ্চ ক্যালোরির ডায়েট ছিল বাধ্যতামূলক। শুটিং শেষে খাবারের ওপর নির্ভরতা কমাতে না পারায় খাবার তার কাছে এক ধরনের আশ্রয় হয়ে ওঠে, আবার একই সঙ্গে অপরাধবোধও জন্মায়। কখনো অতিরিক্ত খাওয়া, কখনো তা লুকোনোর চেষ্টা—এই চক্রে নিজেকে আটকে ফেলেছিলেন তিনি।
ফাতিমা বলেন, বন্ধুমহলে প্রথম তার সমস্যা বুঝেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেত্রী সানায়া মালহোত্রা। সানায়া মনে করেন, ফাতিমার অস্বাভাবিক আচরণের পেছনে বড় মানসিক চাপ কাজ করছে। এই মন্তব্যই ফাতিমার চোখ খুলে দেয় এবং বুঝতে সাহায্য করে যে, তিনি নিজের সঙ্গেই লড়াই করছেন।
অভিনেত্রী জানান, এই রোগ তার মানসিক অবস্থাকেও বিপর্যস্ত করেছিল। তিনি নিজেকে দোষ দিতেন এবং মনে হতো তার শরীর ও মন কিছুই নিয়ন্ত্রণে নেই। খাবারের সঙ্গে তার সম্পর্ক একসময় ‘টক্সিক’ হয়ে গিয়েছিল।
দীর্ঘ লড়াইয়ের পর চিকিৎসা, সচেতনতা এবং বন্ধুদের সহযোগিতায় ফাতিমা ধীরে ধীরে এই অবস্থার থেকে বেরিয়ে আসেন। তিনি অকপটভাবে বলেন, “সাহায্য চাইতে লজ্জা নেই। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি যাতে অন্যরা ভয় না পায়।”
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।