বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

মিস ইউনিভার্সে বিতর্কের ঝড়, দুই বিচারকের পদত্যাগে প্রশ্নবিদ্ধ প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩২

সংগৃহীত

৭৪তম মিস ইউনিভার্সের মহামঞ্চে আলোর ঝলকানি জ্বলার আগেই প্রতিযোগিতায় তুমুল বিতর্কের আগুন লেগে গেছে। মূল বিচারক প্যানেল থেকে পরপর দুই সদস্য পদত্যাগের পর মঞ্চের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠেছে।

প্রতিযোগিতার প্রধান বিচারক প্যানেল থেকে প্রথম পদত্যাগ করেন লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ, যিনি অভিযোগ করেছেন, তাকে ছাড়াই অস্থায়ী একটি জুরি গঠন করা হয়েছে। হারফুশের মতে, অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। তার কয়েক ঘণ্টা পর ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন।

এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে কয়েকজন প্রতিযোগী পূর্ব অনুষ্ঠান ত্যাগ করেন। এ সব ঘটনার মাঝে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন।

মিথিলার জনপ্রিয়তা সমীক্ষায় বাংলাদেশের পক্ষে ভোটের সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার, যা দেশীয় ইতিহাসে রেকর্ড। জনপ্রিয়তায় ১ নম্বর স্থান ধরে রাখতে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪,০০০ ভোট। ভোটগ্রহণ শেষ হবে আজ রাত ১০টা ৫৯ মিনিটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top