বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

‘কেজিএফ’ তারকা যশের মা পুষ্পলতা মামলা দায়ের করেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৬

সংগৃহীত

বলিউড ও কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ ‘কেজিএফ’ খ্যাত যশের মা পুষ্পলতা প্রতারণার অভিযোগে ফিল্ম প্রমোটার হরিশ আরাসু ও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, মামলাটি দায়ের করা হয়েছে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায়। মামলার নথি অনুযায়ী, পুষ্পলতার প্রথম প্রযোজিত সিনেমা ‘কোথালাভাড়ি’-র প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল হরিশ আরাসুকে। ২৪ মে থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে সিনেমার বিভিন্ন অংশ শুট করা হয় এবং প্রচারের জন্য দুই পক্ষের মধ্যে ২৩ লাখ রুপির চুক্তি হয়।

পরে হরিশ আরও ২৪ লাখ রুপি নেন। মোট ৬৪ লাখ ৮৭ হাজার ৭০০ রুপি সংগ্রহের পরও সিনেমার কোনো প্রচার কার্যক্রম শুরু করা হয়নি, যদিও সিনেমাটি ১ আগস্ট মুক্তির কথা ছিল। পুষ্পালতার অভিযোগ, নিজের পকেট থেকে তিনি ২১ লাখ ৭৫ হাজার রুপি খরচ করতে বাধ্য হন।

মামলার নথিতে আরও উল্লেখ আছে, হরিশ আরাসু পুষ্পলতাকে হুমকি দেন, সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানোর এবং বাড়িতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা বলেন। এছাড়া, ১৫ আগস্ট সিনেমার পরিচালক শ্রীরাজ রাভারি ও পুষ্পালতাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পুষ্পলতা অভিযোগ করেছেন, হরিশ আরাসু, মনু, নীতিন, মহেশ গুরু এবং স্বর্ণলতার বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হোক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top