ভারতে ঝড় তুললেন জেনিফার লোপেজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫
ভারত মাতিয়ে দিলেন আমেরিকান পপ আইকন ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গত ২২ নভেম্বর ভারতে পৌঁছে তিনি রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত বিলিয়নিয়ার কন্যা নেত্রা মান্তেনা ও বামসি গাদিরাজুর রাজকীয় বিবাহ অনুষ্ঠানে জমকালো পারফরম্যান্স উপহার দেন। রোববার (২৩ নভেম্বর) রাতের লাইভ শোতে তার গানের তালে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। শুধু পারফরম্যান্সই নয়, ভারতীয় পোশাকেও তাক লাগিয়ে দেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানায়, উদয়পুরের ঐতিহাসিক ভেন্যুতে জেনিফার একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান—“ওয়েটিং ফর টুনাইট”, “গেট অন দ্য ফ্লোর”, “প্লে”, “সেইফ মি টুনাইট”, “গেট রাইট”, “এইন্ট ইয়োর মামা” সহ আরও অনেক হিট গান। তার এনার্জেটিক স্টেজ পারফরম্যান্সের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
শোয়ের সময় জেনিফারের আধুনিক ও সাহসী পোশাকও নজর কাড়ে। কাট-আউট ডিজাইনের ড্রেসের সঙ্গে বডিস্যুট ও জ্যাকেট, পরে সোনালি ঝলমলে বডিস্যুটের সাথে হাঁটু-দৈর্ঘ্য বুট—সব মিলিয়ে তার লুক নিয়ে নেটিজেনদের মতামত দ্বিধাবিভক্ত হয়। কেউ তার ফিটনেস ও এনার্জির প্রশংসায় মুগ্ধ, কেউ আবার মন্তব্য করেন—“সংস্কৃতির সাথে মানানসই নয়”।
তবে বিয়ের মূলদিনে জেনিফার লোপেজ একেবারে ভিন্ন রূপে নজর কাড়েন। ঝকঝকে এম্বেলিশড শাড়ি, মিলেমিশে হাতাকাটা ব্লাউজ, ভারী নেকলেস এবং কানের দুল—পুরো ভারতীয় ঐতিহ্যবাহী সাজে তাকে দেখে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে।
পারফরম্যান্স শেষে বিমানবন্দরে তাকে দেখা যায় ভারত ছাড়তে। পাপারাজ্জিদের উদ্দেশে হাসিমুখে হাত নেড়ে বিদায় জানান তিনি।
২১ নভেম্বর শুরু হওয়া এই তারকাখচিত উৎসবের সংগীতে বলিউড তারকা বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুর পারফর্ম করেন। মেহেন্দির অনুষ্ঠানে নাচে মাতান মাধুরী দীক্ষিত ও নোরা ফতেহি। আর ২৩ নভেম্বর রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন নেত্রা মান্তেনা ও বামসি গাদিরাজু।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।