সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রমোশনের মঞ্চে প্রেমের ইঙ্গিত? ভাগ্যশ্রী–রাম জুটিকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৭

সংগৃহীত

নতুন ছবির প্রচারণা মঞ্চ হলেও সেখানে যেন ধরা পড়ল প্রেমের স্পন্দন! ‘অন্ধ্রা কিং তালুকা’র জমকালো প্রমোশনাল ইভেন্টে সহ-অভিনেতা রাম পোথিনেনিকে নিয়ে ভাগ্যশ্রী বোরসের উচ্ছ্বাসভরা মন্তব্যে মুহূর্তেই গুঞ্জনে সরব হয়ে ওঠে নেটদুনিয়া। দীর্ঘদিনের ফিসফাস—প্রেম নাকি গোপন বাগদান—হঠাৎই যেন আরও দৃঢ় হয়ে উঠেছে অভিনেত্রীর আবেগমাখা বক্তব্যে।

ভারতীয় গণমাধ্যম জানায়, মঞ্চে উঠে রামের প্রশংসায় ভাসিয়ে ভাগ্যশ্রী বলেন,

“কে সেই মানুষ, যে তার ভক্তদের এত ভালোবাসে যে তাদের জন্যই একটি সিনেমা বানিয়েছে? কে সেই মানুষ, যে তার ভক্তদের জন্য সবকিছু করতে প্রস্তুত? আর সেই একজনই আছে এম আন্তারো… কিং অব হার্টস—আপনারা যাকে বলেন রাম।”

ভাগ্যশ্রীর এমন কথায় রাম প্রথমে অবাক হয়ে যান, পরে লজ্জায় গাল লাল হয়ে ওঠে তার।

অভিনেত্রী আরও বলেন,

“আজকের দিনটা পুরোটা তার জন্য। সবকিছুই রাম পোথিনেনির। কারণ তিনি এই ভালোবাসার যোগ্য। ধন্যবাদ রাম, তুমি সেরার সেরা। আমরা তোমাকে ভালোবাসি—তুমি সবসময় শীর্ষে থাকো এবং আমাদের সঙ্গে থেকো।”

এই বক্তব্য ও রামের প্রতিক্রিয়া দেখে ভক্তদের বড় অংশই নিশ্চিত হয়েছেন—দু’জনের মধ্যে সত্যিই কিছু চলছে। একাধিক এক্স (টুইটার) ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী সেই ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করেছেন—এ সম্পর্ক আর শুধু পর্দার রসায়ন নয়।

কিছু নেটিজেন তুলনা টেনেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্নার সঙ্গে, যারা দীর্ঘদিন গোপনে সম্পর্ক রেখেছিলেন। একজন মন্তব্য করেন—

“পুরো রাশমিকা–ভিডি ভাইবস!”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top