সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

অভিমান ভুলে স্বামীর কাছে ফিরলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২

সংগৃহীত

বিবাহিত জীবনের এক যুগ পার করে ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি নতুন করে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে পথচলার ঘোষণা দিলেন। দীর্ঘদিনের অভিমান ও দাম্পত্য সংকট পেছনে ফেলে ১২তম বিবাহবার্ষিকীর দিনেই সুখবর জানালেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে রিয়া লিখেছেন, “না, হাত ছেড়ে যেতে পারিনি আর এই জীবনে যাবও না। সাত জন্ম ধরে একে অপরকে জ্বালাব, আবার আগলেও রাখব। আজ আমাদের বিয়ের জন্মদিন। ১২ বছর একসঙ্গে পথচলা। অনেক খারাপ কথা বলেছি ও অন্যায় করেছি সামাজিকভাবে। প্লিজ, ক্ষমা করে দিয়ো। আজকের দিনে এইটুকুই চাওয়া। ভালো থাকো, সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো। বাকি ঈশ্বর সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।”

পোস্টের সঙ্গে একগুচ্ছ ছবিও শেয়ার করেন অভিনেত্রী।

উল্লেখ্য, দাম্পত্যকলহের জেরে যমজ সন্তানকে নিয়ে আলাদা থাকছিলেন রিয়া। আইনি পদক্ষেপও নিয়েছিলেন দুজনেই। তবে সব ভুলে আবারও স্বামী ও সন্তানদের সঙ্গে সংসারে ফিরছেন তিনি।

চলতি বছর মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা গেছে রিয়া গাঙ্গুলিকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top