আরাধ্যার ভুয়া প্রোফাইল নিয়ে ঐশ্বরিয়া রাইয়ের ক্ষোভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৮
নিজের ছবি অশালীন কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে সম্প্রতি আদালতের শরণাপন্ন হয়েছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেয়েকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া প্রোফাইল নিয়ে সরব হলেন তিনি।
সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে ঐশ্বরিয়া স্পষ্ট জানান, তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অনলাইনে আরাধ্যার নামে যেসব প্রোফাইল দেখা যায়, সেগুলো সবই ভুয়া—এই বার্তাই ভক্তদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে তুলে ধরেন তিনি।
ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঐশ্বরিয়া বলেন,
“আমি জানি, আপনারা আমাকে, অভিষেককে এবং আমাদের পরিবারকে ভালোবাসেন। কিন্তু ইন্টারনেটে যা দেখবেন, সবসময় তা সত্যি নাও হতে পারে। আরাধ্যা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই।”
মেয়ের প্রসঙ্গ ছাড়াও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সাবেক বিশ্বসুন্দরী। তাঁর পরামর্শ
“দিনের একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। নিজেদের খুঁজে পাবেন, নিজেকে সময় দিতে পারবেন।”
সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক জীবনযাপনের সমালোচনা করে তিনি আরও বলেন,
“জীবনকে পুরোপুরি সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করলে সমস্যা বাড়ে। এ থেকে দূরে থাকলেই নিজেরই লাভ, ভালো থাকবেন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।