বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

জাপানে ভয়াবহ ভূমিকম্পে,কেমন আছেন বাহুবলির প্রভাস?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২

সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার প্রভাস বর্তমানে জাপানে অবস্থান করছেন তার আসন্ন ছবি ‘বাহুবলি: দ্য এপিক’-এর প্রচারণার জন্য। আগামী ১২ ডিসেম্বর দেশটিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে এই সফরের মধ্যেই জাপানে ঘটে গেছে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে প্রদেশে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। হঠাৎ এই বিপর্যয়ে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং খবরটি ছড়িয়ে পড়তেই প্রভাসের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে তার বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্ত।

স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর এই বড় ধরনের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশিরভাগই ভারী বস্তু চাপা পড়ে, হাচিনোহেতে একটি হোটেলে কয়েকজন এবং তোহোকু অঞ্চলে একজন গাড়িসহ গর্তে পড়ে গুরুতর আহত হন।

এই পরিস্থিতির মধ্যেই ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—প্রভাস কি নিরাপদে আছেন? অবশেষে পরিচালকমারুতি ভক্তদের এই উৎকণ্ঠার অবসান ঘটান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রভাসের সঙ্গে তার কথা হয়েছে এবং অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। তিনি টোকিও বা ক্ষতিগ্রস্ত কোনো এলাকায় ছিলেন না; বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top