শাকিব খানের দীর্ঘদিনের আধিপত্যকে ‘সুসংবাদ’ মনে করছেন না অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৪
ঢাকাই চলচ্চিত্রে শীর্ষ নায়ক শাকিব খানের দীর্ঘদিনের আধিপত্যকে ‘সুসংবাদ’ মনে করছেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার মতে, ইন্ডাস্ট্রির বড় প্রোডাকশন হাউসগুলো শাকিব ছাড়া অন্য নায়কদের প্রতি আস্থা না দেখানো চলচ্চিত্র অঙ্গনের জন্য অশনিসংকেত।
সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, বহু বছর ধরেই শাকিব খান ছাড়া অন্য নায়কদের নিয়ে কাজ করতে আগ্রহী নয় বেশিরভাগ প্রযোজনা সংস্থা। তার মতে, এ পরিস্থিতি কখনোই শিল্পের জন্য শুভ নয়। চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে নতুন উদ্যোগ ও নতুন মুখকে জায়গা দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নিয়মিত বুলিংয়ের প্রসঙ্গও আসে এই আলাপচারিতায়। অপু বিশ্বাস বলেন, তিনি কাউকেই সমালোচনা থেকে বিরত থাকতে বলছেন না; বরং তিনি চান ‘পজিটিভ বুলিং’—যে সমালোচনা থেকে শেখা যায় এবং যা সামনে এগিয়ে যেতে সাহায্য করে। পাশাপাশি গণমাধ্যমের প্রতি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।
শুধু শাকিব-নির্ভরতা থেকে বেরিয়ে আসতে নতুন প্রযোজকদের উদ্যোগের প্রশংসা করেন অভিনেত্রী। বিশেষ করে ‘এম কে প্রোডাকশন’-এর সাহসী পদক্ষেপকে তিনি স্বাগত জানান। তার ভাষ্যে, এমন উদ্যোগই ইন্ডাস্ট্রির গৎবাঁধা ধারণা ভাঙতে সাহায্য করবে এবং এ কাজে সহায়তা করা সবার দায়িত্ব।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।