বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

মাতৃত্বের পর ফিরলেন কিয়ারা আদভানি, লুক ও ফিটনেসে মাতাল ভক্তরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মাতৃত্বের বিরতি কাটিয়ে ফেরেছেন কাজের জগতে। অন্তঃসত্ত্বা হওয়ার পরও পাঁচ মাস পর্যন্ত শুটিং চালিয়ে যাওয়া কিয়ারা মা হওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় আবারও প্রকাশ্যে এলেন। মা হওয়ার পরও তার আবেদনময়ী উপস্থিতি ও ফিটনেস দেখে ভক্তদের উচ্ছ্বাস সীমাহীন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ফিরতে চলার ইঙ্গিত দেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি।’ এরপরই ভক্তরা অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের অপেক্ষা শুরু করেন।

মুম্বাইয়ের একটি শুটিং সেটে কিয়ারা হাজির হন নতুন রূপে। মাতৃত্বের পর ওজন ঝরিয়ে তিনি ফিরেছেন ছিপছিপে গড়নে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিয়ারার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টস, চোখে-মুখে মাতৃত্বের লাবণ্য ও গ্ল্যামারের সংমিশ্রণ।

নেটিজেনরা তার ফিটনেস ও সৌন্দর্য দেখে প্রশংসা ঝড়িয়েছে। একজন লিখেছেন, ‘সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।’ অন্যরা লিখেছেন, ‘দেখতে চমৎকার লাগছে’, ‘বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে’, ‘উফফফ, এত সুন্দর মাম্মি!’

কিয়ারা এই মুহূর্তে কোনো সিনেমার শুটিং শুরু করেননি। সোমবার তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের মাধ্যমে কাজের দুনিয়ায় ফিরেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top