বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

ফেসবুকে রিচ কমে যাওয়ায় মিথ্যা ‘বিয়ে’র নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮

সংগৃহীত

ছোট্ট অভিনেতা শরীফুল ইসলাম হঠাৎ ফেসবুকে একটি ছবি পোস্ট করে দর্শক ও ভক্তদের কৌতূহল সৃষ্টি করেছেন। ছবিতে তিনি বিয়ের সাজে, পাশে একজন তরুণী কনের সাজে দেখা গেছে। পোস্টের সঙ্গে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন’। তবে ছবিটির নিচে ভক্ত ও সহকর্মীরা জানতে চাচ্ছেন, সত্যিই কি তিনি বিয়ে করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) শরীফুল গণমাধ্যমকে জানান, এটি কেবল একটি শুটিংয়ের ছবি। তিনি বলেন, “আমি আসলে বিয়ে করিনি। শুধু বিয়ের সাজে ছবি দিয়েছি। চেয়েছি সবাই একটু কৌতূহল প্রকাশ করুক, আমাকে নিয়ে আগ্রহ দেখাক, সেই জন্য সাসপেন্স তৈরি করেছি।”

শরীফুল জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি ফেসবুকে বেশি সময় দিতে পারেন না। সম্প্রতি তার ফেসবুক পেজের রিচ কমে যাওয়ায় তিনি ছবিটি পোস্ট করেন। তিনি বলেন, “কদিন ধরেই রিচ কম। এখন সবাই নানা কিছু করে রিচ বাড়ানোর চেষ্টা করছে। আমি ছবিটি পোস্ট করেছি, এখন সবাই মন্তব্য করছে। এটি শুটিংয়ের ছবি।”

ছবিটি মূলত ‘সুদখোরের সুন্দরী বউ’ নাটকের শুটিংয়ের। নাটকের সহশিল্পী নুসরাত সুলতানা। এটি শরীফুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

শরীফুল আরও জানান, এখন নাটকের সংখ্যা কমে গেছে। বড় হয়ে যাওয়ায় শিশু চরিত্রের কাজও কমে গেছে। তবে তিনি নিয়মিত কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই চারটি নাটকের শুটিং শেষ করেছেন। শুটিং না থাকলে বাড়িতে ফেসবুক ও ইউটিউব চ্যানেল নিয়েই ব্যস্ত থাকেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top