বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

জায়েদ খান প্রথমবার ওমরাহ পালন করতে সৌদি আরবে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯

সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন স্টেজ শো ও অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ভক্তদের জন্য নতুন খবর দিলেন জায়েদ খান—জীবনের প্রথমবারের মতো তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেন জায়েদ খান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকলেও জায়েদ খান সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য়ে নিয়মিত উপস্থাপনা করছেন। তারকাদের নিয়ে এই অনুষ্ঠান ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top