বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

সংগৃহীত

ভারতের কোচবিহার সফর শেষে সরাসরি হাসপাতালে ছুটে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। কয়েক দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে শনিবার (৬ ডিসেম্বর) জরুরি অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিল্পীর অবস্থা স্থিতিশীল।

হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী নচিকেতার শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন। দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কারণে তিনি সরাসরি খোঁজ নিতে যান। কয়েক মাস আগেও দুর্গাপূজার এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নচিকেতাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’সহ অসংখ্য জীবনমুখী গান দিয়ে বহু বছর ধরে শ্রোতাদের মন জয় করে আসছেন নচিকেতা চক্রবর্তী। শীতের মৌসুমে টানা অনুষ্ঠান করায় বিশ্রামের সুযোগ কম থাকায় তার শারীরিক দুর্বলতা বেড়ে গেছে। নিয়মিত চেকআপে প্রাথমিকভাবে সমস্যা ধরা পড়ে, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় হৃদপিণ্ডে ব্লকেজ শনাক্ত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নচিকেতার স্বাস্থ্য স্থিতিশীল এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top