বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

মহিন খানের ‘পতন’-এ ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন অহনা রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪

সংগৃহীত

বেছে বেছে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই এবার তিনি হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী চরিত্রে। গুণী নির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় তিনি অভিনয় করেছেন নতুন নাটক ‘পতন’-এ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মহিন খান বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখেই গল্পটির ভিত্তি তৈরি হয়। নাটকে দেখা যাবে—অহনা ও তার স্বামীর সংসার বেশ সুখের। কিন্তু অহনা চাকরি করার ইচ্ছা প্রকাশ করলে স্বামী তার আবদার পূরণ করতে ৫ লাখ টাকা জোগাড় করে ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেয়। চাকরি পাওয়ার পর অহনার আচরণে পরিবর্তন আসে; সে আর স্বামীর সঙ্গে সংসার করতে চায় না। এরপর হঠাৎ চাকরিটিও হারিয়ে ফেলে, আর জীবনে নেমে আসে দিশাহীনতা। তখনই অহনা উপলব্ধি করে জীবনের বাস্তবতা ও নিজের ভুল সিদ্ধান্তের পরিণতি।

নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অহনা বলেন, “মহিন ভাইয়ের নির্দেশনায় আগেও কাজ করেছি। তবে ‘পতন’-এর গল্প ও চিত্রনাট্য অসাধারণ। আমি চরিত্রটি পুরো মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ভালো কোনো চরিত্র পেলে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি—এ নাটকেও ঠিক সেটিই করেছি। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন।”

অহনার অভিনয়জীবন শুরু হয় ‘চাকরের প্রেম’ সিনেমা দিয়ে, যেখানে তার সহশিল্পী ছিলেন আমিন খান। সর্বশেষ তাকে দেখা গেছে সাইমন সাদিকের বিপরীতে ‘চোখের দেখা’ চলচ্চিত্রে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top