প্রিয়াঙ্কা চোপড়া কপিল শর্মাকে ছুঁড়লেন চ্যালেঞ্জ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭
বলিউডের সীমানা ছাড়িয়ে এখন তিনি গ্লোবাল আইকন। মার্কিন মুলুক থেকে মুম্বাইয়ে পা রেখেই জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা-র উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি—না, তিনি কেউ নন, ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার (১১ ডিসেম্বর) সকালেই মুম্বাইতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। তবে এবার তার দেশে ফেরার মূল কারণ সিনেমার শুটিং নয়, বরং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া।
বিমানবন্দরে নেমেই প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন, তিনি পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন। শোতে যাওয়ার আগে কপিল শর্মার উদ্দেশে একরকম ‘হুঁশিয়ারি’ দিয়ে রেখেছেন। সাধারণত তারকারা কপিলের শোতে আসেন ভয়ে, কখন না জানি তার তীর্যক কৌতুক বা রোস্টিং-এর শিকার হতে হয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া উল্টো—কপিলকে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
প্রশ্ন উঠেছে, এবার কপিল শর্মা কি ‘জুুজু’ দেখাবেন, নাকি আন্তর্জাতিক এই তারকার সামনে শোতে ভিন্ন কিছু ঘটবে? উত্তরের অপেক্ষা থাকবে শো সম্প্রচারের পর।
শোয়ের চতুর্থ সিজন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রোমোতে দেখা গেছে, কপিল শর্মা এবার হাজির হচ্ছেন ভিন্ন সব অবতারে—‘জেন-জি বাবা’, ‘তাউজি’, আবার কখনও রাজা বা মন্ত্রীর বেশে। নতুন এই সেটআপেই অতিথি হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা।
দক্ষিণী সিনেমায় জয়জয়কারের পর বলিউডে কিছু সময় কোণঠাসা হয়ে পড়া প্রিয়াঙ্কা এখন পশ্চিমা দুনিয়া জয় করে ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’-তে তার কাজের কথা শোনা যাচ্ছে। এরপর থেকে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। এ কারণেই মার্কিন মুলুক থেকে ভারতে ঘন ঘন আসা-যাওয়া করছেন এই আন্তর্জাতিক তারকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।