বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

লাল আপেল হাতে অনন্য লুকে মুগ্ধ জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক। রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গুণী অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব, যেখানে নিত্যনতুন লুকে হাজির হয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। এবারও ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি জয়া শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য ফিউশন। ছবিগুলোতে দেখা গেছে, তিনি পরেছেন পাথরের জমকালো কাজ করা লাল ব্লাউজ এবং সঙ্গে ধূসর রঙের জিন্স। কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক আভিজাত্যপূর্ণ লুক। হাতে রয়েছে পাথরের তৈরি চুড়ি ও বালা।

এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল হাতে থাকা একটি লাল আপেল। জয়া বিভিন্ন ভঙ্গিতে আপেল নিয়ে পোজ দিয়েছেন—কখনো হাতে ধরে, কখনো মাথায় ব্যালেন্স করে, আবার কখনো ঠোঁটের কাছে রেখে ছবি তুলেছেন। ছবির ক্যাপশনে তিনি রহস্য রেখে লিখেছেন, “আপেল হয়ো না।”

ছবিগুলো প্রকাশ হতেই ভক্ত-অনুরাগীরা মন্তব্য বাক্স ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে।” আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “লাভ অফ মাই লাইফ।” অনেকে মজা করে মন্তব্য করেছেন, “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top