পুরুষতন্ত্র নিয়ে মুখ খুললেন নুসরাত ভারুচা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯
পুরুষতন্ত্র নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে। এবার এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা। তিনি মনে করেন, পুরুষতন্ত্র নারীদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং বিনোদুনিয়ায় তার প্রভাব দৃশ্যমান।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, “আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রে বিশ্বাসী। আর তা আমাদের বিনোদুনিয়াতেও একইভাবে ছাপ ফেলছে। আমাদের একপ্রকার পুরুষতন্ত্র নারীদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। হিন্দি ছবিতেও এই ছাপ আমরা বছরের পর বছর ধরে দেখতে পাচ্ছি। এই পরিবর্তন সহজে সম্ভব নয়, তবে একদিন ঠিকই হবে বলে আমি আশা রাখি।”
নুসরাত আরও বলেন, “তবে শুধুই পুরুষতন্ত্র বলিউডে প্রাধান্য পায় এমনটা নয়। নারীদের কথাও মাথায় রেখে বহু ছবি তৈরি হয়েছে এবং সেগুলো ভালো ব্যবসা করেছে। যেমন ‘মিমি’, ‘ছোরি’, ‘ড্রিম গার্ল’, ‘আকেলি’ এবং ‘পিঙ্ক’। তাই নায়ককে কেন্দ্র করে নির্মিত ছবিই একমাত্র সফল হবে এমনটা নয়।”
তিনি তার নিজস্ব যাত্রা নিয়েও জানান, “আমি কমেডি ঘরানার কাজ দিয়ে বলিউডে জার্নি শুরু করেছিলাম। এরপর বুঝলাম বলিউডে একটা ব্যাপার আছে যে, তুমি যে ঘরানার ছবিতে কাজ করছ সেই ধরনের ছবি ও চরিত্রের সুযোগই বারবার আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ‘ছোরি’ ছবির সুযোগ আমার কাছে আসার পর আমি এটি হারাতে চাইনি, কারণ এই ছবির হাত ধরেই আমি দর্শকের কাছে নতুন দিকের পরিচয় তৈরি করতে পারব।”
নুসরাতের মিডিয়ায় কোনো আত্মীয়-স্বজন নেই; একেবারেই বাইরে থেকে এসেছেন। অভিনয় দক্ষতা দিয়ে মায়ানগরীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে সেই যাত্রা সহজ ছিল না—কাঠখড় পুড়িয়ে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।