বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন অভিনেত্রী ওয়েন অ্যালটন ডেভিস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১০

সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ওয়েন অ্যালটন ডেভিস ৬০ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। গত ৮ ডিসেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে মাউন্ট সিনাই ওয়েস্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনা ঘটেছিল সোমবার রাত প্রায় ৯টার সময় মিডটাউন ম্যানহাটনের ওয়েস্ট ৫৩তম স্ট্রিট এবং ব্রডওয়ের সংযোগস্থলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

মৃত্যুর পর তার ম্যানেজার দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য তিনি নিউ ইয়র্ক শহরে আসেন। শোবিজে পা রাখার আগে তিনি এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top