সাজিদকে উদ্ধারে কালক্ষেপণ,উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা জাহের আলভী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৭

সংগৃহীত

গভীর কূপে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধারে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

উদ্ধার কাজের ধীরগতি এবং প্রযুক্তিগত অসুবিধা নিয়ে হতাশা প্রকাশ করে আলভী লিখেছেন, “২৪ ঘণ্টা পার হয়ে গেল, সাজিদ কি আর নিঃশ্বাস পাচ্ছে? প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা? টেকনোলজিতে কতটা পিছিয়ে আমরা? এবং সবশেষে দায়িত্বহীনতায় কতটা ঊর্ধ্বে আমরা!” তিনি এক বছর আগে খনন করা কূপটি এখনও অরক্ষিত থাকার জন্য সমাজ ও জাতির পক্ষ থেকে শিশুটির কাছে ক্ষমা চেয়েছেন।

জাহের আলভী স্ট্যাটাসের শেষাংশে লিখেছেন, “সাজিদ, বাবা এই পৃথিবী, এই মানুষ, এই দেশ, এই দায়িত্বহীন জাতিকে তুমি কোনোদিন মাফ কইরো না।”

অভিনেতার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। কমেন্ট বক্সে ভক্তরা শিশুটির সুস্থতা কামনা করছেন এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top