একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে: ভাবনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০
ছোট ও বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। যদিও তিনি সরাসরি কোনো ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, পোস্টে একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে ধরেছেন।
নিজের পোস্টে ভাবনা লিখেছেন, “একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে।” তিনি আরও উল্লেখ করেছেন, প্রতারক পুরুষের মিথ্যাচার ও ভেঙে দেওয়া প্রতিশ্রুতির মাধ্যমে যে কষ্ট একজন নারী ভোগ করে, তা আল্লাহ্র নিকট দৃশ্যমান থাকে।
তিনি লিখেছেন, “একজন পুরুষ হয়তো মনে করতে পারে যে, সে এতই চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।”
শেষে ভাবনা উল্লেখ করেন, “বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয়, তা উদ্ধার। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।